মাদবর চাচা? কি বলবি বল একটু দাঁড়ান! আজ না কাল৷ লাগবে ভীষণ, কি জিনিস? কিছু টাকা গাছের পাতা?
এক ছোট ভাইয়ের পা ভেঙেছে আমার কি? ধনী মাদবর চাচা এক অসহায় ছেলের জন্য কোনো সাহায্য না করে সাইফুলকে ফিরিয়ে দিলেন৷
সাইফুল তার কিছু বন্ধুকে নিয়ে রাস্তায়, বাজারে ঘুরে ঘুরে অপারেশনের টাকা জোগাড় করলেন৷
কিছুদিন পর.. মাদবর চাচা এলেন সাইফুলের কাছে, ভীষণ লাগবে আমার কাছে? ছেলে আমার কি হয়েছে? অপারেশন ঠিক বুঝিনি! পাইনি কথাও.. আমার আছে? বি নেগেটিভ মেনেজ করছি আমি অতঃপর তরুণ আলো রক্তদান ফাউন্ডেশনের সবার সাহায্য নিয়ে ব্লাড ম্যানেজ হল এবং মাতবর চাচা তার ছেলের অপারেশন করতে পারল ৷
তিনি বুঝতে পারলেন বিপদে পড়লে মানুষ কতটা অসহায় হয়ে যান৷ তিনি এরপর থেকে কেউ বিপদে পড়লে সাহায্য করতেন৷ সাইফুল ভাই চাইলেই মাদবর চাচাকে ফিরিয়ে দিতে পারতেন৷ কিন্তু না৷ বিপদে মানুষকে সাহায্য করাই সাইফুলের আদর্শ। (সত্য ঘটনা অবলম্বনে) স্বেচ্ছাসেবী হিসেবে সাইফুল সর্বদাই অতুলনীয়৷ ভালো থাকুন সাইফুল ইসলাম ৷ সর্বদাই আপনার মঙ্গল কামনা করি ৷
লেখিকাঃ মোসফিকা আক্তার মাহিতা