ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ই জানুয়ারী) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই অপরাজিতা সেলাই প্রশিক্ষন কেন্দ্রে মহিলাদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমান,খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুহিব,দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধূরী, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,
গোরারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খালিছুর রহমান, উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী আমিনুজ্জামান আমিন,তথ্যসেবা সহকারী খন্দকার ফারহানা আক্তার জুঁই , তথ্য সহকারী আদিতি সূত্রধর ,আশরাফ মিয়া,সাংবাদিক রিপন মিয়া,হাফিজ জুবায়ের আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তথ্যসেবা কর্মকর্তা সিফাত-ই মঞ্জুর। পরে প্রশিক্ষনে ভাল ফলাফল করা নারীদের সেলাই মেশিন বিতরন করা হয়।