শেরপুরের নকলায় সাঁজাপ্রাপ্ত আসামীসহ দুই ব্যাক্তিকে শুক্রবার (৮ইজানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে নকলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিহাড়ীপাড় এলাকার মৃত. সন্তোষ পালের পুত্র সুকুমার পাল ও চরবশন্তি এলাকার মোসলেম উদ্দিনের পুত্র হেলিম।
এ ব্যপারে থানার ওসি মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী হেলিম ও জিআর মামলায় সুকুমার পালকে গ্রেফতার করে ৯ই জানুয়ারি (শনিবার) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।