মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ী বাজারে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন অনেক প্রবাসী ভাই ,চাচা এদের সাহায্যে মাধ্যমে অত ইউনিয়নের গন্য মান্য মানুষ মাধ্যমে কম্বল বিতরণ করা হয়েছে ।
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কম্বল বিতরণ করা হয়েছে।প্রত্যেক ওয়ার্ডের দুইজন করে প্রতিনিধির মাধ্যমে কম্বল বিতরণ করা হয়েছে। হরিদাসদী মহেন্দ্রদী প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে গত ৬/১২/২০ তারিখে মমিনবাড়ি মাদ্রাসায় নগদ ৩০০০০ টাকা দেওয়া হয়েছে।