নিত্য বছরের আগমনে যাক ক্লান্তি দূর হয়ে। জীবন হোক সুন্দর, অতীত যাও ভুলে। নতুন বছর সাজাও তুমি তোমার মত করে! নববর্ষের শুভেচ্ছা! নতুন বছর নতুন দিন, সবার জীবন হোক রঙিন।
পুরনোকে ভুলে যাও আসবে নতুন কিছু আরও, পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও!
শুধু ভালবাসা থেকে যাক , সব হৃদয়ে যেমনই ছিল যাঁর, বিশ্ববাসী সবাই কে জানাই আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার!