৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (২৫) নামে এক মাদকব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে নীলফামারী ডিমলা থানা পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নির্দেশনায় এস আই অনন্ত মোহন রায় সঙ্গীয় ফোর্সসহ ডিমলা থানার একটি আভিযানিক দল ডিমলা থানাধীন বাবুর হাট পোস্ট অফিস মোড় হতে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে ৫০ পিচ ইয়াবা টেবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
থানা সুত্রে জানা গেছে, তরিকুল দীর্ঘদিন হইতে ডিমলা এলাকায় মাদক ব্যবসা করিয়া এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইত্যিপূর্ব তার বিরুদ্ধে ডিমলা থানায় ২/৩টি মাদক মামলা রয়েছে। সে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া এলাকার তহিদুল ইসলামের ছেলে। তার আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, তরিকুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।