মাদারীপুরের রাজৈরে উপজেলার টেকেরহাট বন্দরে ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে শুক্রবার ( ১৮ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে। নিহত ভ্যান চালক এমারত শেখ (৪৫) উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত জলিল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় গোবিন্দপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয় ভ্যান চালক এমারত, এমন সময় টেকেরহাট বাসস্ট্যান্ডের গোল চত্বরে এলে পিছন দিক থেকে অাসা ভ্যানকে একটি ট্রায় চাপা দেয়।
ঘটনাস্থলেই এমারত শেখ প্রান হারান। নিহতদের শালক চুন্ন শেখ বলেন, অামার ভাইকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে ওর তিন ছেলেমেয়ে নিয়ে এখন কিভাবে সংসার চলবে। রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো শাদি ঘটনার সত্যতা শিকার করে বলেন, দূর্ঘনার সংবাদ পেয়ে অামি ঘটনাস্থলে যাই তবে ট্রাকটি সনাক্ত করা এখনও সম্ভব হয়নি।