১৮ ডিসেম্বর ২০২০ তারিখ অপরান্হ নোয়াখালীর সুবর্ণচরে মোবাইল কোর্টে পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এ একটি মামলায় ৫০,০০০/-টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ একটি মামলায় ২০,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তায় করেন জনাব আকরামুল ইসলাম, লাইসেন্স ইন্সপেক্টর, বাংলাদেশ টেলিভিশন, নোয়াখালী উপকেন্দ্র এবং বাংলাদেশ পুলিশ, চরজব্বর থানা, নোয়াখালী। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।