শেরপুর জেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার খুরা খন্ড রাস্তা মেরামত করলেন বালুঘাটের সৎ ও নির্ভিক সমাজ সেবক এবং বালুঘাট মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি মান্নান সরকার। ১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার নিজের অর্থায়নে দশজন শ্রমিক এবং বালুঘাট মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের কয়েকজন সদস্য নিয়ে রাস্তাগুলো মেরামত করেন তিনি।
এদিকে বালুঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে নিজমামদামারী কান্দাপাড়া রোডে কিছু অংশ এবং নবীনগর (খালেকের দোকান মোড়) পর্যন্ত বেশ কিছু খুরা খন্ড জায়গায় মাটি দেওয়া হয়। এব্যাপারে মানান জানান, আমি বেশ কিছু দিন থেকে লক্ষ করতেছি এলাকার রাস্তাগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় এমন খুরা খন্ড যে সামান্য একটু এদিক সেদিক হলেই দূর্ঘটনা ঘটতে পারে। এগুলো সব চিন্তা করে আমি এরকম উদ্যোগ নিয়েছি।