চুয়াডাঙ্গা জেলার আরামডাঙ্গায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গায় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৯ টার দিকে আরামডাঙ্গা ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে আরামডাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । কমিটির সদস্য মোঃ সেলিমের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম মিন্টু বিশ্বাস প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ন সাধারন সম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, যুবলীগ নেতা ওমিদুল বিশ্বাস, মুকুল হোসেন, ওমর ফারুক, কমিটির সদস্য লাল্টু, আব্দুল্লাহ, ইউনুচ, সাইফুল, সজিব, তুহিন, সেলিম প্রমুখ। এর আগে ফাইনাল খেলায় রাশেদ জুটি ২-০ সেটে সাজ্জু জুটিকে পরাজিত করে চাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন রাশেদ। খেলাটি পরিচালনা করেন ইউনুচ আলী। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ আব্দুল্লাহ ।