লিওনেল মেসি কি এখন বিশ্বের সেরা খেলোয়াড়?
এত বছর ধরে চলে আসা তর্কটা এখনো থেমে যাওয়ার কোনো কারণ সেভাবে ঘটেনি। এই মৌসুমে ফর্মটা একটু মেসিসুলভ নয় ঠিকই, তবু এখনো বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা দলের প্রাণভোমরা ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডই।
কিন্তু বিশ্বসেরা তো পরের প্রশ্ন, একটু ঘুরিয়ে যদি প্রশ্নটা করা হয়—লিওনেল মেসি কি এখন আর্জেন্টিনার সেরা? শ্রেষ্ঠত্বের মাপকাঠি তো একেকজনের কাছে একেক রকম। তবে মাপকাঠি হিসেবে যদি নিয়ে আসা হয় গোল করার দক্ষতাকে, তবে এ বছর আর্জেন্টিনার সেরার স্বীকৃতিও পাবেন না মেসি। গোল করার হারে এই ২০২০ সালে আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় বার্সা অধিনায়ক।
এতটুকু শুনেই অবশ্য সের্হিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন কিংবা হালের লওতারো মার্তিনেজ বা লুকাস আলারিওদের কথা ভাবলে ভুল হবে। তাঁরা কেউই মেসিকে ছাড়িয়ে যেতে পারেননি। যিনি আর্জেন্টিনা অধিনায়ককে ছাড়িয়ে গেছেন, তাঁর নাম জানা থাকলে নিজেকে ফুটবলে দুপেয়ে এনসাইক্লোপিডিয়া ভাবতে পারেন। নামটা ফার্নান্দো জামপেদরি, খেলেন চিলির ক্লাব ইউনিভার্সিদাদ কাতোলিকায়।
মেসির চেয়ে গোলের হিসাবে তিনি পিছিয়েই আছেন, তবে ম্যাচপ্রতি গোল করার হারে মেসিকে হটিয়ে এ বছর সেরা আর্জেন্টাইন গোলদাতা হয়ে গেছেন জামপেদরি। গত বুধবার দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট (ইউরোপে যেটি ইউরোপা লিগ) কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্জেন্টিনারই ক্লাব ভেলেজ সার্জফেল্ডের বিপক্ষে ইউনিভার্সিদাদ কাতোলিকার ২-১ গোলের জয়ে একটি গোল করেছেন জামপেদরি, তাতে ২০২০ সালে ৩২ ম্যাচে তাঁর গোল হলো ২১টি। আর মেসির গোল? সংখ্যায় ৩২ বছর বয়সী জামপেদরির চেয়ে এগিয়ে মেসি, বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল ২৩টি। কিন্তু এত গোল মেসি করেছেন ৪০ ম্যাচে। তাতে ম্যাচপ্রতি গোলের হার ০.৫৮টি, জামপেদরির ০.৬৫টি।
এই মৌসুমে চিলির প্রথম বিভাগ কাম্পিওনাতো নাসিওনালের শিরোপা যে ইউনিভার্সিদাদ কাতোলিকার কাছেই যাচ্ছে, তা মোটামুটি নিশ্চিত। ১৬ দলের লিগে ২৪ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে ইউনিভার্সিদাদ কাতোলিকা, দুইয়ে থাকা চোলো-চোলোর পয়েন্ট ২৪ ম্যাচে ৪০। কাতোলিকার এই দারুণ পথচলায় সবচেয়ে বড় অবদান জামপেদরিরই। তাঁর ২১ গোলের ১৪টি এসেছে লিগে, ৪টি দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বসূচক টুর্নামেন্ট (ইউরোপে যেটি চ্যাম্পিয়নস লিগ) কোপা লিবার্তাদোরেসে আর ৩টি কোপা সুদামেরিকানায়।
এই মৌসুমে ইউনিভার্সিদাদ কাতোলিকায় অবশ্য ধারে এসেছেন জামপেদরি। তাঁর মূল ক্লাব আর্জেন্টিনার রোসারিও সেন্ট্রাল। ধারের মেয়াদ ৩১ ডিসেম্বরই শেষ হয়ে যাবে। ইউনিভার্সিদাদ কাতোলিকা অবশ্য চাইলে তাঁকে ১৮ লাখ ডলারে পাকাপাকিভাবে কিনে ফেলার শর্ত আছে জামপেদরির ধারের চুক্তিতে।গোলের হারে তো পেরিয়ে গেছেন, গোলের সংখ্যাতেও মেসিকে পেরিয়ে যাওয়ার সুযোগ জামপেদরির এখনো আছে। এ বছর মেসি আর ম্যাচ পাবেন ৫টি।
আর জামপেদরি পাবেন ন্যূনতম ৪টি। এর মধ্যে একটি হচ্ছে ভেলেজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, সেখানে কোয়ার্টার ফাইনাল পেরিয়ে গেলে কোপা সুদামেরিকানার সেমিফাইনালের দুটি ম্যাচও পাবেন। সে ক্ষেত্রে জামপেদরি বছরের বাকি সময়ে ম্যাচ পাবেন ৬টি।
মেসির এই মৌসুমে গোলের সামনে যেমন ফর্ম, তাতে জামপেদরির পক্ষে তাঁকে পেরিয়ে যাওয়া খুব বেশি কঠিন হবে কি?