আজ (০৯ ডিসেম্বর) বিকাল ০৩ ঘটিকার সময় সায়রা কমিউনিটি সেন্টার ওসমানি নগর শেরপুর। সুরেজা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেক সংবর্ধনা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধা জনাব কবিরউদ্দিন আহমদ প্রধান বক্তা, জনাব শামীম আহমদ ভিপি সিলেট জেলা যুবলীগ বিশেষ অতিথি -হাজী মুহিবুর রহমান, সভাপতিত্ব করেন – জনাব মাসুদ আহমদ -সভাপতি সুরেজা বেগম ফাউন্ডেশন সঞ্চলনা করেন-মালেক আহমদ সাধারণ সম্পাদক সুরেজা বেগম ফাউন্ডেশন ও আব্দুল আলীম সংবর্ধিত অতিথি জনাব মোঃ আব্দুল বাছিত(সাবেক সহ -সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, সাবেক সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগ(যুক্তরাজ্য প্রবাসী) আব্দুল বাছিত চৌধুরী খোকন(সাবেক পঠাগার বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, যুক্তরাজ্য প্রবাসী) স্হান -সায়রা কমিউনিটি সেন্টার, শেরপুর ওসমানীনগর