নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা হয়েছে , জানা যায় বেগমগঞ্জে উপ-নির্বাচনকে কেন্দ্র করে, জিরতলী ইউনিয়নের বাংলা বাজার এলাকায় নির্বাচনের প্রচার-প্রচারণা ও পথসভায় বক্তব্য দেওয়ার শেষে যুবলীগ নেতা মোশারফ হোসেন মিরন, জেলা উপ-আইন বিষয়ক সম্পাদক ও জিরতলী ইউনিয়ান ছাত্রলীগের ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক, জোবায়ের হোসেন কে মঞ্চের সামনে মারধোরের ঘটনার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকালে উপ-নির্বাচনের, নৌকা প্রতিকের প্রচার-প্রচারণা ও পথসভায় বক্তব্য দেওয়া কালীন স্থনীয় যুবলীগের সভাপতি মোশারফ হোসেন মিরন, জেলা উপ-আইন বিষয়ক সম্পাদক ও জিরতলী ইউনিয়ান ছাত্রলীগের ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক জোবায়েরকে বঞ্চনা দিয়ে মারধোর করে, পরে একপর্যায়ে মিলিয়ে দিলে ছাত্রলীগের নেতা জোবায়ের চলে যাওয়ার পথে সিএনজি আটক করে যুবলীগের সভাপতি মোশারফ হোসেন মিরনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে জোবায়ের হোসেন কে অতর্কিতভাবে হামলা করে, পরে ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন ও ছাত্রলীগ কর্মীরা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন জানান বৃহস্পতিবার বিকালে উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা কালীন, বাংলা বাজারের মেইন রোডে পথসভায় জিরতলী ইউনিয়নের যুবলীগের সভাপতি মোশারফ হোসেন মিরন আমাকে বঞ্চনা দিয়ে আমার উপর তার বাহিনী মেম্বার আনোয়ার হোসেন, হারুনুর রশিদসহ জামাত শিবিরের বাহিনী ২৫-৩০ জন সন্ত্রাসী দিয়ে আমাকে অতর্কিত বাবে হামলা করে, পরে আমাদের নেতা কর্মীরা এসে আমকে উদ্ধার করে। এ ব্যাপারে আমি আমার নেতাদেরকে জানিয়েছি, এবং আমি এসব সন্ত্রাসীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচার দাবি করছি।