আমি বাঙালি, চির সবুজ এই বাংলার কথা লিখি আমি বাংলার গুনিদের ছবি আকি,
আমি বাংলার গুনিদের বানী শুনি।
আমি মুজিব আদর্শে চলি আমি এ বাংলাকে ভালোবাসি ৪৬৮২ দিন মুজিব ,
তুমি কাটিয়েছো কারাগারে, খেয়ে না খেয়ে পরিবার ছেরে এনেছো এ বাংলাকে, এ বাঙালি তোমায় ভোলেনি।
তোমার জীবনি শুনে সংগ্রামে রাজপথে তুমি ছিলে যেনে, এনেছো এ বাংলাকে ঠিক তা মেনে, আবুজ বালক ও শিহরিত হয়ে হতে চায় মুজিব, ভালোবাসতে চায় এ বাংলাকে।
বাংলাকে পেতে অতীতের প্রতিটা সৃতিতে মোনে পড়ে শেখ মুজিব তোমাকে।
এ বাংলা সোনার বাংলা হবে তোমার ইচ্ছা যেনে, মোনে পড়ে শেখ মুজিব তোমাকে।
এই ২০২০ এ তোমার জন্ম শতবর্ষে, শেখ মুজিব তোমায় মোনে পরে।