মাদারীপুরের রাজৈরের পৌর এলাকায় নিখোঁজের ৪ দিন পর আলী নুর শেখ (২০) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ মিল্লো ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম মাতুব্বরের বাড়ির পুকুর থেকে। মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। সে উপজেলার হরিদাসদী গ্রামের বাবলু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার( ২৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে পৌর এলাকার কাউন্সিলর শামীম মাতুব্বরের বাড়ির পুকুর থেকে ঐ ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে। এ প্রতিবন্ধী যুবক উপজেলার হরিদাসদী গ্রামের বাবলু শেখের ছেলে বাক প্রতিবন্ধী ছিল। সে গত ২৩ নভেম্বর সোমবার বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। পরে পরিবারের লোকজন ২৫ নভেম্বর বুধবার রাজৈর থানায় একটি জিডি করেছিল।
শুক্রবার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম মাতুব্বরের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন কোন আলামত মেলেনি। রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী বলেন, যুবকটি বাক প্রতিবন্ধী ছিল। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে সে পানিতে পড়ে মারা গিয়েছে।