চুয়াডাঙ্গার জেলার বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের লক্ষে শনিবার ২১শে নভেম্বর সকাল সাড়ে ১০ টার সময় স্কুলের বর্তমান সভাপতি এবং চুয়াডাঙ্গা পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ই নভেম্বর ২০২০ অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে বিদ্যোৎসাহী সদস্য মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে সুমন ইকবাল প্যানেলের একজন পুরুষ সদস্য হাবিব আবু আল সাদাদ বাবিন ও দুই জন মহিলা সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন ও রুবিনা আক্তার কবিতা নির্বাচিত হয় ও অপরদিকে নাগরিক উন্নয়ন পরিষদের আবু সাইদ নির্বাচিত হয়।
সদস্য সচিব বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, স্কুল প্রতিনিধি শাহিনা খাতিন, বিদ্যোৎসাহী সদস্য মোঃ ইকবাল হোসেন ও মোছাঃ মানছুরা খাতুন, হাইস্কুল প্রতিনিধি ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজিয়া খাতুন,জমিদাতা সদস্য মোঃ লিয়াকত হোসেন ও স্থানীয় সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ শাহিনা আক্তার রুবির উপস্থিতিতে সকলের মতামতে ভিক্তিতে বিনাপ্রতিদ্বন্দীতায় সভাপতি মোঃ ইকবাল হোসেন এবং সহ সভাপতি হাবিব আবু আল সাদাদ বাবিন নির্বাচিত হন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলমনিগঞ্জ সরকারি প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির হোসেন ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা রমজান আলী বিশ্বাস।
নব নির্বাচিত সভাপতি মোঃ ইকবাল হোসেন তার বক্তৃতায় বলেন বিগত দিনের উন্নয়নের ধারাকে মাথায় রেখে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের কিভাবে মান উন্নয়ন করা যায় সেদিকে বিশেষ ভাবে গুরুত্ব দিবেন। পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ ও যাতে ঠিক থাকে সেদিকে বিশেষ নজর দিবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়া ও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগনেতা জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান,নুরুল বিডি আর, আব্দুল কাদের জোয়ার্দার, লুৎফর মন্ডল, আজাদ মিয়া,আতিয়ার মুহুরি,মুলুকচাদ,আকরাম হোসেন,ইদ্রিস মন্ডল,,ইয়াকুব হোসেন, তরিকুল জনি, কালু, লিটন, আলীউল, হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান টি পরিচালনা করেন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাইমারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।