মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
শনিবার বেলা ১ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান ডিঙ্গেদহ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় পাঁচটি মামলায় ২২ জন কে অর্থদন্ড প্রদান করেন এবং সবাইকে মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ জনাব মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা পরিষদের সিএ জনাব মোঃ শফিকুল ইসলাম। সহযোগিতায় ছিলাম আমি মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ। জনস্বার্থে এরূপ মোবাইল কোর্ট চলতে থাকবে।