আরফান আলী,শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা দহেরপাড় এলাকায় বানিবাইদ আবদুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১৪ই নভেম্বর (শনিবার) নিজস্ব স্কুল মাঠে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস কোভিড ১৯ রোধে মাক্স বিতরণ করলেন স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম।
মাক্স বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুর ইসলাম চৌধুরী, সদস্য মোঃ মোকছেদ আলী, মোঃ সবুজ, মোঃ সামছুদ্দিন, স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইজ্জত আলী।
এসময় প্রধান শিক্ষক জানান, মহামারী করোনা রোধে আমি, আমার স্কুলের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ করছি ও সচেতনতা বিষয়ে কথা বলছি যেন তারা সকলেই সুস্থ থাকতে পারে।
তিনি আরও জানান , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস নিয়েছি। এবং শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট চলছে আজকে এবং তা অব্যাহত রয়েছে।