নোয়াখালী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ৪৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে জেলা যুবলীগের আয়োজনে যুবলীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলীয় নেতা-কর্মীরা। জেলা যুবলীগের উদ্যোগে বুধবার সকালে তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবদুল জাব্বার লাভু, সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক ও শাকচর ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন হেমেল কারী, ছাত্রলীগ নেতা মোফাচ্ছের হোসেন চুন্নু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।