‘নিরাপদ সমাজ গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” স্লোগানকে সামনে রেখে অপরাধ নিবারণে সচেতনতা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ১ নং বিট পুলিশ, চরজব্বার শাখা।
চরজব্বার থানার (ওসি তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ১নং বিট পুলিশ অফিসার এসআই সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী হাতিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক, চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন, চরজব্বার ইউনিয়ন চেয়ারম্যান তরিক উল্যাহ (বিএসসি), সমাজ সেবক মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিজেরা করি সুবর্ণচর শাখার কর্মকর্তা লাখি আশরাফ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” পুলিশ কোন রাজনৈতিক দলের নয়, পুলিশ সাধারণ জনগনের, খেটে খাওয়া মানুষের, সেই সেবা পৌঁছে দিতে এবং সমাজ ও রাষ্ট্র থেকে হত্যা, ধর্ষণ, ও সন্ত্রাস নির্মূল করা বিট পুলিশিং কার্যক্রম।
বক্তারা আরো বলেন, পুলিশ জনতার, জনতাই পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ, পুলিশের সেবা পেতে এখন আর আপনাদের থানায় যেতে হবেনা, পুলিশই আপনার ধারে এসে হাজির হবে, কোন অপরাধী অপরাধ করে ছাড় পাবেনা, পুলিশ মানুষের আস্থা অর্জনের নিরলস কাজ করতে বদ্ধপরিকর। বার্তা প্রেরন, ইউনুছ শিকদার (সুবর্ণচর)