ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক চুরি করে এনে লুকিয়ে রাখে। পরে গাড়ির মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেসব গাড়ি ফেরত দেওয়া হতো। যদি কোনো মালিক টাকা দিতে রাজি না হয় তবে গাড়ির ইঞ্জিন, চেসিস নম্বর ঘষে নতুন নম্বর বসিয়ে সেগুলো বিক্রি করে ফেলেন। গাড়ির নাম্বার প্লেটও পরিবর্তন করে ফেলেন।
দমতলী থানার অভিযানে চোরাই টা টা ট্রাক সহ জড়িত একজন গ্রেফতার
এমন ট্রাক চোর চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর মঙ্গলবার (২৭ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো.শামীম (২৩)তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন কাইচাইল এলাকার মোহাম্মদ কাউছারের ছেলে। কদমতলী থানার এস আই ইকবাল হোসেন বলেন, কুমিল্লা, গৌরিপুর-হোমনা এলাকায় অভিযান চালিয়ে টাটা ট্রাক উদ্ধার করা হয়েছে।এই ট্রাক শ্যামপুর লালমজিদ এলাকা থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে। চুরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।এস আই ইকবাল হোসেন বলেন, এ চক্রের সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ট্রাক নিয়ে সেগুলো বিভিন্ন স্থানে নিয়ে যায়। আসার পথেই গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে ফেলে তারা। কিছুদিন গাড়ি তাদের হেফাজতে রেখে মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে গাড়ি ফেরত দেয়। আর যদি কোনো মালিক টাকা দিতে রাজি না হয় তবে গাড়ির ইঞ্জিন, চেসিস নম্বর ঘষে নতুন নম্বর বসিয়ে সেগুলো বিক্রি করে ফেলে। এ চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা এস আই ইকবাল হোসেন ।