মো জহুরুল ইসলাম
ডিমলা উলজেলা প্রতিনিধি
“আমরা যদি হই বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য সচেতন, কন্যাশিশুরা পাবে নিরাপদ স্বাস্থ্য হবে জাতির উন্নয়ন “
এই স্লোগান কে সামনে রেখে রবিবার (১৮-অক্টবর) নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের বালাপাড়া বহুমূখী উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কমিউনিটি পর্যায় প্রজনন স্বাস্থ্য অধিকার ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা মুলক উঠান বৈঠক(SRHR) অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বালাপাড়া ইউনিয়নের FPI শ্রীঃ তুষার চন্দ্র রায় ও সহায়ক শিক্ষক মোঃ রোকনুজ্জামান (রোকন) কন্যাশিশুদের বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্যের ঝুঁকির দিক গুলো তুলে ধরে পরামর্শ প্রদান করেন।
এ ছাড়াও দি হাঙ্গার প্রজেক্ট- এর ইউনিয়ন সমন্বয়কারী আজিবর রহমান লেবু বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন।