নিজস্ব প্রতিনিধি নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এর সভাপতিত্বে এবং বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষে নোয়াখালী জেলা শহরের বিআরডিবি হলরুমে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, ও সুধারাম থানার ওসি নবির হোসেন। উপস্থিত ছিলেন সাংবাদিক ও পেশাজীবী পুলিশ সদস্য এনজিও কর্মী সহ আরো অনেকে।