মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ নারী, নিরাপদ দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যই নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় সারাদেশব্যাপী ক্রমবর্ধমানহারে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং ইত্যাদি অপরাধসমূহ বেড়ে যাওয়ায় এ ধরনের গুরুতর অপরাধ প্রতিরোধে মাননীয় আইজিপি মহোদয় নির্দেশনার আলোকে বাংলাদেশ পুলিশ কর্তৃক সারা বাংলাদেশের প্রতিটি থানা এলাকায় একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১১ টার সময় চুয়াডাঙ্গা পৌরসভাধীন সূমীরদিয়া নীলার মোড়ে বিট নং ২ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম। বিট পুলিশিং সমাবেশ -২০২০অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) জনাব আবু জিহাদ ফখরুল আলম খান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী সমাজের প্রতিনিধি বৃন্দ, কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিট পুলিশের কর্মকর্তা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত পুলিশ সুপার চুয়াডাঙ্গা মহোদয় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের লাইভ প্রচার করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসিয়াল ফেসবুকে।