নিজস্ব প্রতিনিধি নোয়াখালীঃ
এইবার ফেনীর ছাগলনাইয়ায় শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের রমিজ উদ্দিন হাজী বাড়ীর মোঃ ওবায়দুল হকেরর ছেলে জামাত নেতা হাফেজ আবু নাছের (২৬) এর বিরুেদ্ধে। জানা যায়, পশ্চিম ছাগলনাইয়া দারুল আরকান তাহফিজুল কোরআন মাদ্রাসায় এক ব্যক্তি তার দুই ছেলে হাফিয়া পড়তে দেন।
প্রায় ৯ পারা পর্যন্ত হাফেজিয়া পড়াও শেষ হয়েছে। কিন্তু তার দুইটি ছেলে কে আলাদা আলাদা সময়ে বলৎকার করেছে এই মানুষরুপী লম্পট জামাত নেতা আবু নাছের। ৫ অক্টোবর সোমবার ছাগলনাইয়া থানায় এসে ভিকটিমের পিতা একটি লিখিত অভিযোগ করলে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে দ্রুত সময়ে আসামীকে গ্রেফতার করেন এবং শিশুদের চিকিৎসার জন্য ফেনীর আধুনিক সদর হাসপাতালে পাঠান।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম এর সহায়তায় বলৎকারকারী আসামী হাফেজ আবু নাছের (২৬), পিতা- মোঃ ওবায়দুল হক, মাতা- আলেয়া বেগম , স্থায়ী : গ্রাম- লতিফপুর, দক্ষিণ লতিফপুর (রমিজ উদ্দিন হাজী বাড়ী), রসুলপুর ইউপি, উপজেলা/থানা- বেগমগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ, বর্তমান : গ্রাম- পশ্চিম ছাগলনাইয়া, একরাম সাহেবের বাড়ী, উপজেলা/থানা- ছাগলনাইয়া, ফেনী, ছাগলনাইয়া থানা এলাকা হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। বর্নিত আসামী দুইজন শিশুকে তাহাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলৎকার করে। (সংগৃহীত)