মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত জেলা কার্যলয়ের সহকারি পরিচালক মোঃ সজল আহম্মেদ। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার কুড়ুলগাছির বাঁধন বেকারিকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৭ হাজার টাকা, কার্পাসডাঙ্গা ব্রিজ মোড়ের হাসিবুর ট্রেডার্সের একই আইনে ৩১ ও ৫২ ধারায় ২ হাজার এবং জসিম স্টোরকে একই আইনে ৩৭ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সেই সাথে জসিম স্টোরের মেয়াদ মেয়াদোত্তীর্ণ পণ্য আগুনে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ লাইনের চৌকস পুলিশ সদস্যরা।