আবু নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনবাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনে রেখেছে এদেশের লাখো কোটি মানুষ। তার অমর স্মৃতির উদ্দেশ্যে বঙ্গবন্ধুর স্থায়ী ম্যুরাল ও মঞ্চ তৈরী হচ্ছে রাজাপুর উপজেলায়। এ ম্যুরাল ও মঞ্চ নির্মাণ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।আজ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতিকে মানসপটে চির অম্লান করে রাখার জন্য সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মঞ্চের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয় উপজেলা পরিষদ চত্বরে। উচ্চতা ১৩ ফুট, প্রশস্ত ৫ ফিট এবং লম্বায় ১২ ফিট ৯ ইঞ্চি এ ম্যুরাল নির্মাণ কাজের ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে চতুুুর্রভূজ আকৃতিতে স্থাপিত এ ম্যুরালটিতে ফুটিয়ে তোলা হবে জনগণের অভিবাদন গ্রহণকারী জাতির পিতা বঙ্গবন্ধু…