মোঃ খালিদ হোসাইন, নড়াইল প্রতিনিধি।
নিয়মনীতি মেনে মাছ ধরতে উৎসাহিত করতে জেলেদের সাথে এক মতবিনিময় সভা করেন নড়াইল পুলিশ প্রশাসন। পুলিশ সুপারের কার্য্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় মাইজপাড়া ও নলদী ইউনিয়নের প্রায় ৬০ জন কার্ড ধারী জেলে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, খাল, বিল ও নদীতে নিয়মনীতি মেনে মাছ ধরলে বংশবিস্তারের পাশাপাশি দেশে মাছের ঘাটতি দূর হবে, মাছের অভয়াশ্রম তৈরি হবে। জেলেদের মধ্যে কোনো হানাহানি ও দন্ধ সৃষ্টি হবে না। এক্ষেত্রে নিষিদ্ধ জাল ও উপকরণ দিয়ে মাছ ধরা যাবে না। খাল, বিল ও নদীতে বাঁধ দেওয়া যাবেনা। সবাইকে এক সাথে কাজ করতে হবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এনামুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন, নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম, পরিদর্শক (তদন্ত) সুকান্ত সাহা, নলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি প্রমুখ।