মোঃ ফেরদৌস মোল্লা ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়া উপজেলায় অভাব অনাটনের কারনে মেধাবী শিক্ষার্থী জেলা পুলিশের মহিলা কাবাডি দলের ক্যাপ্টেন আইরিনের উচ্চ শিক্ষা নেয়া অনিশ্চিত এমন কথা শুনে তার লেখাপড়ার সকল দায়িত্ব নিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
আইরিন উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের জেলে কালাম ভূইয়ার মেয়ে। এর আগে গত শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মেধাবী আইরিনের হাতে নগদ ১০ হাজার টাকার খাম তুলে দেয়া হয় এবং তার পাশে দাড়ানোর ঘোষনা দিয়ে মানবিক ভালবাসার সাহায্যে হাত প্রসারিত করলেন ক্রীড়াবান্ধব পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কাজী শাহনেওয়াজ, মহিলা কাবাডি দলের কোচ মোঃ শফিকুল ইসলাম আজাদ।
ভিটাবাড়িয়া নুরজাহান হাবীব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিব কুমার মজুমদার বলেন, হতদরিদ্র আইরিন কোন প্রকার প্রাইভেট ছাড়াই নিজ চেষ্টায় বানিজ্যিক বিভাগ দিয়ে তার প্রতিষ্ঠান থেকে এ+ পেয়েছে। তাছাড়াও মেধাবী আইরিন সাইকেল চালানো, সাঁতার কাটা, ঘুড়ি উড়ানো, ফুটবল,ক্রীকেট আর কাবাডি খোলায় মধ্যমণি। সে এখন পিরোজপুর জেলা পুলিশের মহিলা কাবাডি দলের ক্যাপ্টেনও।
তার পাশে দাড়ানোর জন্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে আইরিন আক্তার বলেন, নতুন কলেজে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা লাভ করতে চান। তার স্বপ্ন বড় হয়ে সে একজন ক্রিকেটার হবেন।