মোঃ মহি উদ্দিন স্টাফ রিপোর্টার নোয়াখালীঃ
10 সেপ্টেম্বর সকাল 11 টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে এর প্রতিবাদ সুষ্ঠু বিচার সুস্থ চিকিৎসাব্যবস্থার দাবি জানিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মেহেবার বাবা রিয়াজ উদ্দিন মিনার।
নোয়াখালীতে মেহেবা নামে ৪ বছরের এক বাচ্ছা মেয়েকে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভাল থাকা সত্ত্বেও অপারেশন করায় কতিপয় ডাক্তার এবং বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নোয়াখালীর প্রাইম হাসপাতাল এবং গুডহিল হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীর স্বজন এবং স্থানীয় লোকজন মানববন্ধন করেন।
এ সময় শিশুটির বাবা রিয়াজ উদ্দিন মিনার দৈনিক মানব কল্যানকে বলেন, আমার মেয়ের সামান্য পেটে ব্যথা ছিল।
পরীক্ষা-নিরীক্ষা করার পর তারা অপারেশনের সিদ্ধান্ত নেয়। পেটের নিচে প্রায় ৯ ইঞ্চি কেটে পেলে রক্তাক্ত অবস্থায় আমাকে জানায় তাদের পক্ষে আমার মেয়েকে অপারেশন করা সম্ভব নয় এবং যতদ্রুত সম্ভব আমাকে ঢাকায় নিয়ে যেতে বলে। আমি আমার মেয়ের অবস্থা দেখে তাকে ঢাকায় নিয়ে যাই। প্রায় এক মাস আমি ঢাকায় থেকে মেয়েকে চিকিৎসা করিয়ে নিয়ে এসেছি। পরীক্ষা-নিরীক্ষা অনুযায়ী আমার মেয়ের পেটে কোন সমস্যাই ছিল না। কিন্তু ডাক্তাররা না বুঝেই আমার মেয়ের অনেক বড় ক্ষতি করে ফেলেছে যা আমার মেয়েকে জীবনবর কষ্ট দিবে।
রিয়াজ উদ্দিন মিনার কতিপয় ডাক্তার নাম যেমন – শিশু বিশেষজ্ঞ ডাঃ ইয়াকুব আলী মুন্সী, গাইনী বিশেষজ্ঞ ডাঃ মুসফিক ও আল্ট্রা ডাঃ মাহমুদুর রহমান এবং সার্জন ডাঃ সাইফুদ্দিন এর নাম উল্লেখ করে বলেন, এই সকল ডাক্তারের অপ-চিকিৎসা এবং ভুল অপারেশনে আমার মেয়ের জীবন সংকটাপন্ন হয়েছে। অল্পের জন্য আমার মেয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। আমি এই সকল ডাক্তার এবং হাসপাতালের বিরুদ্ধে জরুরীভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্চি যাতে আমার মত আর কোন পিতার আদরের সন্তানের এই ধরনের ক্ষতি করতে না পারে।
সেই সাথে তিনি সিভিল সার্জন, মান্যবর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে সুষ্ঠু বিচার কামনা করেছেন।