মাদারীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের মধ্য পাড়ায় তারেক মনোয়ার দোকানের সামনে থেকে লেখক আবুল বাশার হাওলাদার (৪০) রক্তাক্ত লাশ উদ্ধার থানা পুলিশ।
নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ভিক্ষুক একই এলাকার মৃত্যু আলেম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়রা ঘুম থেকে উঠেৎ তারেক মোল্লার দোকানের সামনে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দিলে এসে লাশ উদ্ধার করে।
এ সময় এলাকাবাসী জানান নিহত আব্দুল বাশার হাওলাদার মানসিক ভারসাম্যহীন থাকলেও তিনি যথেষ্ট ভালো মানসিক মানুষ ছিলেন, তার হত্যার বিচার দাবি করেছে স্থানীয় জনসাধারণ।
এ ব্যাপারে রাজস্থান আনন্দ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।