মোঃ খালিদ হোসাইন, নড়াইল প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজওয়ানের হত্যাকারীদের গ্রেফতার করার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জেলা ছাত্রলীগ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৭.৩০ টায় নড়াইল শহরের চৌরাস্তায় খুনিদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই আল্টিমেটাম দেন ছাত্রলীগ নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার ভেতর হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নতুবা, জেলা ছাত্রলীগের উদ্যোগে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নেয়া হবে। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে খুনিদের দৃষ্টাতমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান কামরুল, ছাত্রলীগ নেতা আহাদুজ্জামান সোহাগ, তানভীর হিরণ, সাবেক পাঠচক্র বিষয়ক সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক আকাশ ঘোষ রাহুল, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মীর্জা গালিব সতেজ, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ পরান, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইয়ামিন মোল্লা, সদর উপজেলা সাধারণ সম্পাদক সিদ্ধর্থ সিংহ পল্টু, নড়াইল পৌর ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শফিক, ৩ নংওয়ার্ডের সভাপতি মিশকাত রহমান পিয়াস, ছাত্রলীগ নেতা মোঃ সোহান মোল্লা, আসিব খানসহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮.০০ টার দিকে দিঘলিয়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
জেলা ছাত্রলীগের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে দিঘলিয়ার ঝড় ফকিরের ছেলে শিমুল ফকির (২২), নিহত রেজোয়ানের পূর্বশত্রু সেলিম সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলছে।