রাজশাহীর পুঠিয়ায় পৌরসভায় মাঠ দাপাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এখন প্রস্তুতি নিতে শুরু করেছেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এই পৌরসভার নির্বাচন হয়েছিল। সেই হিসেবে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা রয়েছে । পৌর নির্বাচনে মনোনয়ন পেতে বেশ কয়েক মাস ধরেই বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন । আর জেলা ও কেন্দ্রের শীর্ষ নেতাদের আশীর্বাদ পেতে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন।
মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগ এবং বিএনপির বেশ কয়েকজন প্রার্থী বর্তমানে মাঠে রয়েছেন। আওয়ামীলীগ প্রার্থীর মধ্যে অনেকটাই এগিয়ে আছেন এ বি এম শাখাওয়াত হোসেন বাশার। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সফল যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন পাশাপাশি তিনি একজন আওয়ামী পরিবারের সন্তান। তার নানা ছিলেন নাচোল উপজেলা আওয়ামীলীগের এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম নেতা জামাল শেখ, তার চাচা রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক, তার আরেক চাচা বর্তমান পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসমত উদৌলা।
এ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগে তার বেশ সুনাম রয়েছে। তিনি দলের দুঃসময়ে দলের হাল ধরেছেন, তিনি বহুবার জামায়াত-শিবিরের নির্যাতনের শিকার হয়েছেন, তিনি বহুবার কারাভোগ করেছেন রাজনৈতিক কারণে। রাজশাহী জেলার শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশে অনিচ্ছুক থাকা শর্তে বলেন “পুঠিয়া পৌরসভা নির্বাচনে অনেক আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন এর জন্য প্রচার এবং তদবির শুরু করেছেন । এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক ছাত্র নেতা এবিএম শাখাওয়াত হোসেন বাশার”।