হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস লাগানো অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) সকালের দিকে উপজেলার জগদীশপুরের চারাভাঙ্গা এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ইউপি সদস্য নারায়ন কর্মকার জানান, জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের সৈয়দ রাজিবের বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ওই ব্যক্তির গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। তার নাম পরিচয় পাওয়া যায়নি।