মোঃআলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
রকিবুল হাসান তোতা, ষ্টাফ রিপোর্টার
কোভিড ১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এর শিক্ষাবিদ্যাদের ভূমিকা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পরিষদে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দামুড়হুদা উপজেলার পরিষদ চত্বরে।
উক্ত অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন আহাম্মেদ,ও দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন।
সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু বলেন, করোনা মহামারিতে শিক্ষার্থীদের অপূরনীয় ক্ষতি পুষিয়ে নিতে এবং আগামীতে বাংলাদেশকে শতভাগ সাক্ষরতার লক্ষ্য অর্জনে শিক্ষক সমাজকে আন্তরিকভাবে ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।