মোঃ খালিদ হোসাইন নড়াইল প্রতিনিধি:
নড়াইল-কালিয়া সড়কের পাশের গাছ ভেঙ্গে পড়ে পল্লী বিদ্যুতের এক শ্রমিকের মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নতুন লাইন বসানো কাজের জন্য যন্ত্রপাতি ও মালামাল নিয়ে নসিমনে করে তালতলা বিদ্যুৎ অফিস থেকে যাচ্ছিল কয়েকজন শ্রমিক রাস্তায় হঠাৎ করে সজনী গাছ ভেঙ্গে পড়ে তাদের উপর। উক্ত ঘটনায় নসিমনে থাকা শ্রমিকদের মধ্যে তিন শ্রমিক গুরুত্বরভাবে আহত হয়। এ অবস্থায় তাদের সহকর্মীরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দ্বায়িত্বে থাকা চিকিৎসক তরিকুল ইসলাম নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন। মৃত শ্রমিক তরিকুলের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামে। আহতের বাড়ি যশোর জেলার মনিরাম পুরে মনির নামে এক শ্রমিক ও শার্শার রাসেল নামে এক শ্রমিক দুজনকেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।