শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গ্রাউন্ডে অতিরিক্ত বৃষ্টির ফলে দীর্ঘদিন ধরে জমে আছে নোংরা পানি। জমে থাকা নোংরা পানিতে গড়ে উঠেছে বিভিন্ন প্রকার জীবাণু ও এডিস মশার বসবাস। যা থেকে রয়েছে ডেঙ্গু ও অন্যান্য রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা। করোনার এ মহামারিতে এরকম অবস্থার ফলে জনস্বাস্থ্য ঢলে পড়েছে হুমকির মুখে।
তারপরও নেওয়া হয়নি কোনো প্রকার ব্যবস্থা, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে হাসপাতালের ‘আরএমও ডাঃ তাপস কুমার সরকার’ ও তত্ত্বাবধায়ক ডাঃ মোসাঃ নূরুন্নাহার বেগম’ মানব কল্যাণকে জানান উর্ধতন কতৃপক্ষের নিকট বিষয়টি কয়েকবার জানানো হয়েছে এবং তারা সরেজমিনে বিষয়টি দেখেও গিয়েছেন কিন্তু তাতেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো প্রকার ব্যবস্থা।