মো.ইসতিয়াক আহাম্মদ শরিয়তপুর সদর উপজেলা প্রতিনিধিঃ
গতকাল শরিয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন ও মাহামুদ পুর ইউনিয়ন মিলে এক নৌকা বাইছ এর আয়োজন করে উক্ত নৌকা বাইছ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীব দূঃখি মানুষের প্রাণের বন্ধু জনোনেতা ইকবাল হোসেন অপু (এমপি শরিয়তপুর ১আসন) উক্ত অনুষ্ঠানে আরো বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে বিজয়ী দের মাঝে পুরুষ্কার তুলেদেন এমপি মহোদয় আয়োজক কমিটি জানান সবার উৎস পেলে বরাবরের মতো প্রতি বছরেই নৌকা বাইছ এর আয়োজন করা হবে