মোঃ খালিদ হোসাইন,নড়াইল প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় অবস্থিত ইছামতীর বিল। নড়াইলের সব চেয়ে বড় বিল। প্রতি বছর বর্ষাকালে পানি থৈথৈ করে। পানির নিচে তলিয়ে থাকে প্রায় ৫ মাস। এই সময়ে অনেকেই নৌকা ভ্রমণের জন্য বের হয়। নৌকা ভ্রমণকে আকর্ষণীয় করে তোলে পদ্মফুল । পদ্মফুল মেলে থাকতে দেখতে লাগে অপরূপ সুন্দর, পদ্মফুল মেলা দেখে অনেকেই হারিয়ে যায় স্বপ্নের দেশে। অনেকেই পরিবার পরিজন নিয়ে নৌকায় পিকনিক করতে আসে পদ্মফুলের মেলায়। প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে এই বিলে পদ্মফুলের মেলা দেখার জন্য। এক দিকে নৌকা ভ্রমণের আনন্দ অন্য দিকে পদ্মফুলের সমাহারে হারিয়ে যাওয়ার মনোরম দৃশ্য। স্থানীয় লোকেরা বলেন, পদ্মফুল যখন ফোটে তখন অনেকে মানুষ দুর- দুরান্ত থেকে ছুটে আসে দেখার জন্য তখন মনে হয় এটা একটি পিকনিক স্পট৷ বর্তমান এরকম প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি কোথাও দেখা যায় না দিন দিন সব হারিয়ে যাচ্ছে। তারা আরো বলেন প্রতিবছর বর্ষাকালে তাদের গ্রামটার পরিবেশ আরো সুন্দর হয় মনে হয় গ্রাম যেন নতুন করে জীবন পেয়েছ। এলাকাবাসী অনেক আনন্দীত যে তাদের গ্রামে এখন পর্যন্ত এরকম সুন্দর এবং মনোরম একটি স্থান আছে।