আজ মুজিব শতবর্ষ
অনুসরণ করবো মুজিবের আদর্শ।
করবো না কো দেশের ক্ষতি
অনুসরণ করবো মুজিবের নীতি।
মুজিব বর্ষে করলাম শপথ গ্রহণ-
যেভাবে মুজিব চেয়েছে সেভাবে করবো দেশ গঠন।
মুজিব বর্ষে আমাদের হতে হবে সোচ্চার
দেশ থেকে সমস্ত অপশক্তির করবো প্রতিকার।
সমস্ত অপরাধমূলক কাজ করবো নিপাত
দেশ থেকে গুড়িয়ে দেব দুর্নীতির কালো হাত।
দেশদ্রোহীর মতো করছো যারা বেআইনি কাজ
তাদের বিরুদ্ধে শপথ নিলাম আজ-
রাজাকার ও দেশদ্রোহীদের আস্তানা
মুজিবের সোনার বাংলায় কিছুতেই গড়তে দেব না।
Thanks
Nice