নিজস্ব প্রতিনিধি নোয়াখালী:
“বসতবাড়ির আঙিনায়, একটি ফলদ গাছ লাগাই।” এই প্রতিপাদ্য নিয়ে আজ ৩১ আগস্ট ২০২০ রোজ সোমবার সকাল ১১.০০ টায় জেলা প্রশাসন, নোয়াখালীর উদ্যোগে একযোগে নোয়াখালীস্থ সকল উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা কারাগার প্রাঙ্গনে ফলদ গাছের চারা রোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, নোয়াখালী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), উপপরিচালক, সমাজসেবা ও জেল সুপার, নোয়াখালী। এসময় তিনি প্রতিটি বাড়িতে অন্তত একটি ফলদ বৃক্ষের চারা রোপনের আহ্বান করেন।