মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার নতিপুতা ইউনিয়ানের হোগলডাঙ্গা গ্রামের বাঁধন তিনি স্বাবলম্বী হয়েছেন এবং তিনি যিজেই একটি এগ্রোফার্ম খুলেছেন। তিনার এগ্রোফার্ম এ সকল রকমের চারা পাওয়া যাই।সেই গুলো হলো মাল্টা লেবু,কমলা লেবু, ও চায়না থ্রি কুমলা। নতুন সুপার টেন পেয়ারার, সুলব মৃল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। এখনে অনেক সুন্দর সবল চারা পাওয়া যায়।এখানে চারার দাম রাখা হয় খালি কলম খরচটা।আর ছোট থেকে বড় করার জন্য যা খরছ হয় তা নেয়া হয়।মাল্টা লেবুর চারা দাম হলো,৫০-২৫০ টাকা, কমলা লেবুর চারা ৫০- ২৫০ টাকা, চায়না থ্রি কমলা ৮০-২৫০ টাকা, পেয়ারা চারা চার জাতের চারা পাওয়া যায়।সুপার টেন অটো সেভেন, পাইভ, থাই থ্রি জাতের পেয়ারার পাওয়া পেমারার চারার দাম, ৩০-৪০ টকা করে রাখা হয়।এই খান থেকে অনেক মানুষ চারা নিয়ে যায়, চারা গুলো অল্প সমায়ে মধ্যে এক থেকে ৫০-৬০ দিনের ভিতরে মধ্যের ভিতরে ফল পাবেন। যোগাযোগের ঠিকানা হলো, চুয়াডাঙ্গা জেলার, দামুরহুদা উপজেলার, নতিপুতা ইউনিয়ানের হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা রাস্তা সংলগ্ন পাশে। মোবাইল নাম্বার 01763333538, 01714829632।