মোঃ খালিদ হোসাইন নড়াইল প্রতিনিধি:
সন্তানসহ নদীতে পড়ে নিখোজ পুলিশ সদস্য, ছুটিতে বাড়িতে এসে স্ত্রী, সন্তানসহ পরিবারের ছয় সদস্য নিয়ে মধুমতি নদীতে ভ্রমনে বের হয়েছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই গ্রামের পুলিশ সদস্য মুসা মিয়া। বেশ কিছুক্ষণ ভ্রমনের পর কালনা ফেরিঘাটে নির্মামাধীন সেতু দেখতে যান কিন্তু বিধিবাম নদীতে স্রোত বেশি থাকায় ট্রলারটি পিলারের সাথে জোরে ধাক্কা লেগে যায় এসময় সাত মাসের কন্যা শিশুকে কোলে নিয়ে দাড়িয়ে থাকা মুসা নিয়ন্ত্রন হারিয়ে পানিতে পড়ে যায়। শিশুটিকে নিয়ে মুসা আর উঠতে পারেন নি। খুলনা থেকে আসা ডুবুরি দল অনেক খোজাখুজি করেও কোনো খোজ মেলেনি তাদের। মুসা মিয়ার পরিবারের বাকি চার সদস্য অন্য একটি ট্রলারের মাধ্যমে নিরাপদে ডাঙ্গায় পৌছে। স্থানীয় লোকেরা জানান বর্ষার কারণে নদীতে স্রোত বেশি থাকায় ট্রলারটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে যার কারেন পিলারের সাথে ধাক্কা লেগে যায়। লোহাগড়ার ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ঘটনার পর লোহাগড়ার ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেন নি। খুলনা বিভাগে একটি মাত্র ডুবুরি দল কুষ্টিয়ায় থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।
তবে নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার আন্তরিকতায় খুলনা থেকে নৌবাহিনীর ডুবুরীদল ঘটনাস্থলে এসে ভোর থেকেই উদ্ধার তৎপরতা শুরু করেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, মুসা মিয়া ঢাকায় পুলিশে কর্মরত আছেন কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।