নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া এলাকায় সাগর মোহনায় ডুবে যাওয়া গমবোঝাই জাহাজের ১৪ নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, জেলেরা তাদের উদ্ধারের পর রোববার বেলা দেড়টার দিকে হাতিয়ার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেন।
শনিবার সন্ধ্যার দিকে আক্তার বানু-২ নামে জাহাজটি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের অদূরে মেঘনা-বঙ্গোপসাগর মোহনায় ডেউয়ের তোড়ে তলা ফেটে ডুবে যায়। এরপর থেকে জাহাজের মাস্টারসহ ১৪ নাবিকের কারও খোঁজ মিলছিল না।
১৮০০ টন গম নিয়ে জাহাজটি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল বলে এর ব্যবস্থাপক রাজু সাহা জানিয়েছেন।
ওসি আবুল খায়ের জাহাজের মাস্টার জিয়াউল করিমের বরাত দিয়ে বলেন, উদ্ধার ১৪ নাবিকের সবাই সুস্থ আছেন। তবে ডুবে যাওয়া জাহাজটি এখরও উদ্ধার করা যায়নি।
শনিবার সকালেও একই এলাকায় এমবি সিটিজি-১৪ নামে একটি জাহাজ চিনি কাঁচামাল নিয়ে ডুবে যায়।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ জানান, ডুবে যাওয়া জাহাজ দুটি উদ্ধারের জন্য কোস্টগার্ডের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এর আগে গত ৫ অগাস্টও বঙ্গোপসাগরের ভাসানচর-১ বয়ার কাছে লাইটার জাহাজ এমভি আল নূর-১ চিনির কাঁচামাল নিয়ে ডুবে যায়।