নিজস্ব প্রতিনিধি নোয়াখালী:
নোয়াখালী জেলার চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সন্ত্রাসী কার্যক্রম নির্মুলে সাঁড়াশী অভিযান শুরু করেছেন। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। থানায় যোগদানের পর থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মাদক সম্রাটসহ বহু সন্ত্রাসী গ্রেফতার করেন।
গত কয়েকদিন যাবত চাটখিল থানার বিভিন্ন এলাকায় যারা আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে, তাদেরকে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এ ধরনের কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সন্ত্রাসীরা যে কোন দল বা গোষ্ঠির হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী দিয়েছেন আনোয়ারুল ইসলাম।
তিনি চাটখিল থানায় যোগদানের পর থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা গাঁজা উদ্ধার করেছেন। সন্ত্রাস ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারের ক্ষেত্রে তিনি কখনও দ্বিধাবোধ করেননি। ওসি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে তাঁর অধীনস্থ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মাঠে তৎপর।
প্রভাবশালীদের চোখরাঙানি উপেক্ষা করে, মাদক নির্মূলে প্রতিটি গ্রামে গ্রামে দিনরাত অভিযান শুরু করেছেন । চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলামের এই ধরনের উদ্যোগ চাটখিলবাসীর কাছে সস্তির নিঃশ্বাস এনে দিযেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম একজন দক্ষ সফল পুলিশ অফিসার হিসাবে চাটখিলবাসীর কাছে পরিচিত।
করোনা কালীন মহামারী শুরুর পর তিনি আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। করোনায় ক্ষতিগ্রস্ত ও আক্রান্তদের সেবা করতে গিয়ে এক সময় তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহর রহমতে আনোয়ারুল ইসলাম সুস্থ হয়ে চাটখিলের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
চাটখিলবাসীর সাথে আলাপ করে জানাগেছে, আইনশৃঙ্খলা রক্ষার কাজে চাটখিলের এক নিবেদিত প্রানের নাম আনোয়রুল ইসলাম।
করোনা মহামারীর সুযোগে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছিল, তাদের বিরুদ্ধে আগামী কয়েকদিনের মধ্যে আনোয়ারুল ইসলাম আইনগত ব্যবস্থা গ্রহন করতে সক্ষম হবেন এটাই এলাকাবাসীর প্রত্যাশা।