নড়াইল প্রতিনিধি:
নড়াইল-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার বড় সন্তান হুমায়রা শারীরিকভাবে কিছুটা অসুস্থার কারণে নড়াইল থেকে দ্রুত ঢাকায় ফিরেছেন।
০৪-০৮-২০২০ইং, রোজ- মঙ্গলবার, চিকিৎসকের পরামর্শে হুমায়রার অসুস্থতার কারণ জানতে কয়েকটি টেস্ট করানো হচ্ছে বলে জানা গেছে।
মাশরাফী-সুমি দম্পতি তাদের আদরের সন্তান ছোট্ট হুমায়রার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পর থেকে মাশরাফী বিন মোর্ত্তজা তার নিজ নির্বাচনি এলাকায় মানুষের পাশে থাকার লক্ষে ছুটে যান। তিনি নড়াইলে এসে রেষ্ট নেননি বরং সর্ব স্তরের মানুষের খোজ খবর নিতেই ব্যস্ত ছিলেন কিন্তু হঠাৎ করে
আজ তার বড় সন্তান হুমায়রা শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় মাশরাফি নড়াইল থেকে দ্রুত ঢাকায় চলে আসেন।চিকিৎসকের পরামর্শে আজ হুমায়রার অসুস্থতার কারণ জানতে কয়েকটি টেস্ট করানো হচ্ছে।