নিজস্ব প্রতিনিধি নোয়াখালী:
গতকাল ০৪/০৮/২০২০ তারিখ সকাল ১১:০০ টা হতে বেলা ২:০০ টা পর্যন্ত নোয়াখালী সদর উপজেলাধীন ৬নং নোয়াখালী ইউনিয়নের খলিলপুর ও মতিপুর এলাকার দুইটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি বুঝতে পেরে অপরাধীরা পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনগুলো ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। একাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সোনাপুর বাস টার্মিনালে স্বাস্থ্যবিধি না মানায় একটি পরিবহনকে ২,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।