জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দৈনিক মানব কল্যান পরিবারের পক্ষ থেকে, আমি
মোঃ মহি উদ্দিন :
+880 1879 747484,,
(নিজস্ব প্রতিনিধি নোয়াখালী) সকলকে জানাই,
পবিএ ঈদুল আজহার
শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ সবার জন্য বয়ে আনে আনন্দ ও খুশি। যদিও প্রতি বারের ঈদ গুলো আমাদের যেমন আনন্দ উল্লাসে কেটেছে কিন্তু এই বছর তেমন আনন্দে কাটবে না। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর কারনে আমরা অনেকটা ঘর বন্ধী হয়ে বসবাস করছি।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এক প্রানঘাতি রোগ। তাই আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলব।
নিজে সুস্থ থাকি, পরিবার কে সুস্থ রাখি এবং আল্লাহর কাছে এই মহামারি থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করি। পবিএ ঈদুল আযহায় আমরা যেসব হালাল পশু গুলো আল্লাহর রাস্তায় কুরবানী করবো সে গুলোর হক শুধু আমাদের নয়, সে গুলোর হকদ্বার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, গরীব-দুঃখীরা। তাই ইসলামি শরীয়াহ মোতাবেক আল্লাহর হুকুম মেনে আমরা হালাল উপার্জনের অর্থ দিয়ে পশু কুরবানি করবো এবং সকলের হক পূরন করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবো।
স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ঘরে থাকুন, সুস্থ্য থাখুন,
“”ঈদ মোবারক,,,