জনপ্রিয় অনলাইন ‘মানব কল্যান’ পএিকার পক্ষে আমি মোঃ ফেরদৌস মোল্লাহ (ভন্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি) সকলকে জানাই পবিএ ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ সবার জন্য বয়ে আনে আনন্দ ও খুশি। তবে প্রতি বারের ঈদ গুলো আমাদের যেমন আনন্দ উল্লাসে কাটে এই বছর তেমন আনন্দে কাটেনি/কাটবে না। মহামারি করোনা ভাইরাস এর কারনে আমরা অনেকটা ঘর বন্দী বসবাস করি।
মহামারি করোনা ভাইরাস এক প্রানঘাতি রোগ। তাই আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলব।
বাহিরে বের হওয়ার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করুন।
৩ ফুট দূরত্ব রেখে ঈদের নামাজ আদায় করুন।
হ্যান্ডশেফ ও কোলাকুলি করা থেকে বিরত থাকুন।
নিরাপদ দূরত্ব বজায় রেখে পশু কোরবানি করুন।
পশু কোরবানি করার পর বর্জ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন, লক্ষ্য রাখবেন যেনো পরিবেশ দূষিত না হয়।
কোরবানির গোশত বিতরণ করার সময় দূরত্ব বজায় রাখুন ও হ্যান্ডস গ্লাভস ব্যাবহার করুন।
নিজে সুস্থ থাকি পরিবার কে সুস্থ রাখি এবং আল্লাহর কাছে এই মহামারি থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করি।
পবিএ ঈদুল আযহায় আমরা যেসব হালাল পশু গুলো আল্লাহর রাস্তায় কুরবানী করবো সে গুলোর হক শুধু আমাদের না। সে গুলোর হকদ্বার আত্মীয়-স্বজন,প্রতিবেশী, গরীব-দুঃখীরা। তাই ইসলামি শরীয়াহ মোতাবেক আল্লাহর হুকুম মেনে আমরা হলাল উপার্জনের অর্থ দিয়ে পশু কুরবানি করবো এবং সকলের হক পূরন করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবো।
আল্লাহ আমাদের সকলকে
সুস্থ রাখুন,ভালো রাখুন
“ঈদ মোবারক”