মোঃ খালিদ হোসাইন, নড়াইল প্রতিনিধি।
নড়াইলের আউড়িয়া ইউনিয়নের নাকসী মাদ্রাসা বাজারের গরু ছাগলের হাট। প্রতি বছর খুব বড় রকমভাবে হাট পরিচালিত হয়। করোনার মহামারী সময়েও এটি পালিত হোলো তবে একটু অন্যরকমভাবে। এ হাটে গরু ছাগল দুটোই বেচাকেনা হয়। এবার করোনা মহামারীর কারনে হাটটি তেমন আকর্ষণীয় হয়নি তার মধ্যে সারাদনি ছিল খুব বৃষ্টি। এই করোনার মধ্যে যত টুকু সম্ভব সামাজিক দুরত্ব বজায় রেখে হাটে গরু ছাগল কেনাবেচা হয়। গরু বিক্রেতাদের বক্তব্য আশানুরুপ বেচাকেনা করতে পারছেন না, তবে ছাগল বেচাকেনা ভাল বলে আশাবাদী বিক্রেতারা৷ এদিকে ক্রেতারা বলছেন মনের মত গরু মিলাতে পারছেন না। হাটটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেখানে ছিলেন প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক, ভ্রাম্যমান আদালত, মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাস্ক ছাড়া কোন ব্যক্তিকে হাটে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রশাসনের পাশাপাশি সেখানে কাজ করছেন ভেটেরিনারি মেডিকেল টিম ও নড়াইলের বিভিন্ন সেচ্ছাসেবক সংগঠন। এই মহামারী সময়েও নিজেদের জীবনের কথা চিন্তা না করেও জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভেটেরিনারি মেডিকেল টিম ও সেচ্ছা সেবক সংগঠন কর্মীবৃন্দরা সেবা দিয়ে যাচ্ছেন। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেচ্ছা সেবক সংগঠন কর্মীবৃন্দ মাইকিং করে জন সাধারণকে সতর্কতার জন্য মাস্ক এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য বলেছেন। বৃষ্টি হওয়ার কারনে একটু দুর্ভোগে পড়ে গরু বিক্রেতা ও ক্রেতারা। তবে এবার গরু থেকে ছাগল বেচাকেনা বেশি দেখা গেছে। সর্বশেষ সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রীয় থাকায় কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনী।